Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমবায় সমিতি সমূহের নির্বাচন কমিটি নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ।
বিস্তারিত

প্রকল্পের হালনাগাদ প্রতিবেদন

 

দপ্তরের চিহ্নিত সেবাঃ

সমবায় সমিতি সমূহের নির্বাচন কমিটি নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ।

 

বাস্তবায়নকারীর নামঃ

জনাব উৎপল চক্রবর্তী, উপজেলা সমবায় অফিসার, বালাগঞ্জ, সিলে মোবাইল: ০১৭১২২৬৪০৪১

 

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণঃ

ইনোভেশনের মূল উদ্দেশ্য হল সমবায় সমিতির নির্বাচন কমিটি নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ।

 

প্রকল্প গ্রহনের প্রেক্ষাপটঃ

ইনোভেশনের মূল উদ্দেশ্য হল বর্তমান দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে ও কম খরচে সরকারী সেবা জনগনের নিকট পৌছে দিয়ে সমবায় সমিতির নির্বাচন কমিটি নিয়োগ প্রক্রিয়ায় সহযোগীতা করা। তাই উক্ত সমবায় সমিতির নির্বাচন কমিটিকে  কিভাবে আরো সহজীকরণ, কার্যকর ও ফলপ্রসু করা যায় তার প্রেক্ষিতেই ইনোভেশনটি গ্রহন করা হয়েছে এবং তাতে সমবায়ীরা উপকৃত হচ্ছে।

 

প্রকল্প গ্রহনের পূর্বে বিদ্যমান সমস্যাঃ

ক) সমিতিতে গোলযোগের সৃষ্টি হয়।

খ) সমিতিতে অরাজকতা বিরাজ করে।

গ) সমিতিতে স্বচ্ছতা আসে না।

ঘ) অস্থিতিশীলতা বিরাজ করে।

ঙ) সমিতি হিসাব নিকাশ সঠিক ভাবে হয় না।

চ) সমিতির সংশ্লিষ্ট সদস্যরা নেতৃত্বহীন হয়ে যায়।

ছ) সমিতির ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।

জ) সমিতির সদস্যরা হতাশ হয়ে যায়।

 

বাস্তবায়নের স্থানঃ

          উপজেলা সমবায় অফিস, বালাগঞ্জ, সিলেট।

 

উপকারভোগী কারাঃ

          সমবায় সমিতির সদস্যগণ।

 

প্রকল্পের আওতায় সদস্য সংখ্যাঃ

          লক্ষ্যমাত্রা অনুযায়ী।

 

নির্ধারিত সময়সূচি  অনুযায়ী প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে কি নাঃ

হ্যাঁ। ০২(দুই)টি সমবায় সমিতির পাইলটিং সম্পাদন করা হয়েছে।

 

 

 

প্রত্যাশিত ফলাফলঃ

ক) সমিতিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে।

খ) সমিতির সদস্যদের মধ্যে আর্ন্তরিকতার্পূন মনোভাব সৃষ্টি হয়েছে।

গ) সমিতির ভাবর্মূতি উজ্জ্বল হয়েছে।

ঘ) সমিতির সদস্যদের জীবন মান উন্নত।

ঙ)স্বল্প সময়ে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

চ) টিসিবি কমে আসছে।

 

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ/অর্থের উৎসঃ

          নির্দিষ্ট কোন আর্থিক বাজেট ছাড়া সমবায়ীদের সঠিক সেবা প্রদান করা সম্ভব হয়েছে।

 

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় লজিষ্টিক সাপোর্টঃ

          অফিসের কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার ও মোবাইলের ম্যাসেজ অপশন ব্যবহার করা হয়েছে।

 

প্রকল্প বাস্তবায়নে অংশীজনের ভূমিকাঃ

          ক) উপজেলা সমবায় দপ্তর, বালাগঞ্জ কর্তৃক সমবায়ীদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে এছাড়াও জেলা সমবায় দপ্তর,

               সিলেট হতে প্রশিক্ষণ প্রদানে কার্যকর ভূমিকা প্রদান করা হয়েছে।

          খ) বিভাগীয় সমবায় দপ্তর, সিলেট বিভাগ, সিলেট হতে এ প্রকল্প গ্রহনে উদ্বুদ্ধ হতে শুরু করে সামগ্রীক কাজে গুরুত্বপূর্ণ

              সহযোগীতা প্রদান করা হয়েছে।

 

প্রকল্প বাস্তবায়নে কি ধরনের ঝুঁকি/চ্যালেন্জ ছিল এবং কিভাবে তার সমাধান করা হয়েছেঃ

          ক) অনেক সময় সমিতিতে কম অক্ষরহীন সদস্য আছে যারা সমিতির হিসাব নিকাশ সহ যাবতীয় কাজ অন্যের উপর

              নির্ভরশীল থাকে, সে প্রেক্ষিতে নির্বাচনের কাজ সম্পন্ন করতে ঝুঁকি থেকে থেকে যায়।

          খ) সংশ্লিষ্ট উপজেলা অফিসের কর্মচারীরা নির্বাচন কমিটি নিয়োগ প্রক্রিয়া বুঝতে পারে না বিধায় নির্বাচনের কাজ

               সম্পন্ন করতে ঝুঁকি  থেকে থেকে যায়।

          গ) এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হতে অনেক সময় ইমেইল এর তথ্য প্রেরণ বা দ্রুত গতিতে সহযোগিতা না

              পাওয়ায় নির্বাচনের কাজ সম্পন্ন করতে ঝুঁকি থেকে থেকে যায়।

 

টেকসই করণঃ (প্রকল্প দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে কি। কিভাবে সেটি সম্ভব এ বিষয়ে বাস্তবায়নকারীর সুপারিশঃ

          ক) হ্যাঁ। অবশ্যই ,প্রকল্পটি টেকসই হতে পারে।

          খ) সমবায় বর্ষের শুরুতেই উপজেলা সমবায় কার্যালয়হতে নির্বাচনী ক্যালেন্ডার প্রেরণ নিশ্চিত করণ।

          গ) সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে নির্বাচন সম্পর্কে পরামর্শ নিশ্চিত করন।

ঘ) বিশেষ সাধারণ সভার মাধ্যমে সমিতির নির্বাচন সম্পূর্ণ করণ।

 

প্রকল্পটি হতে শিক্ষনীয় বিষয়ঃ (প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবায়নকারী কর্মকর্তা কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন ও অন্যদের কি ধরনের অভিজ্ঞতা হতে পারে)ঃ

          ক) উদ্ভুদ্ধ করনের মাধ্যমে একটি দলকে কিভাবে সাফল্যের ধারপ্রান্তে পৌঁছে দেয়া যায়।

          খ) বিভাবে টেকসই উন্নয়ন করা যায়।

          গ) সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যকে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে নির্বাচন সম্পর্কে পরামর্শ নিশ্চিত করন।

 

 

 

বৃহত্তর মাত্রায় বাস্তবায়ন যোগ্যতাঃ (প্রকল্পটি কি সারাদেশে বাস্তবায়ন যোগ্য)ঃ

          হ্যাঁ, প্রকল্পটি সারাদেশেই বাস্তবায়ন যোগ্য। উপরোক্ত প্রকল্প বাস্তবায়নে আদেশ পরিপত্রজারী ও সঠিক তদারকীর মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহন করলে এ প্রকল্প বাস্তবায়ন আরও সহজতর হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মাননীয় প্রধানমন্ত্রীর  ভিশন বা লক্ষ্য রয়েছে তা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে। সমবায় অধিদপ্তর যদি এ কাজটি বাস্তবায়ন করে তাহলে তা হবে সরকারী সেবা সহজে প্রাপ্তির বিষয়ে এক যুগান্তকারী পদক্ষেপ। 

 

 

           প্রস্তুতকারী ও বাস্তবায়নকারীঃ                                                                    (উৎপল চক্রবর্তী)

     উপজেলা সমবায় অফিসার

বালাগঞ্জ, সিলেট।